মহান স্বাধীনতা ও জাতীয় দিবস কাবাডি প্রতিযোগিতায় সদর উপজেলা চ্যাম্পিয়ন

চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় চাঁপাইনবাবগঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস কাবাডি (পুরুষ) প্রতিযোগিতা ২০১৭ এর সমাপনী খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকেলে অনুষ্ঠিত সমাপনী খেলায় সদর উপজেলা ৬৩-৩৯ পয়েন্টে গোমস্তাপুর উপজেলাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্রতিযোগিতায় সেরা খেলোয়াড়ের পুরষ্কার লাভ করে বিজয়ী দলের নয়ন। খেলা পরিচালনা করেন- বাংলাদেশ কাবাডি ফেডারেশনের রেফারী আলমগীর হোসেন ও স্থানীয় রেফারী হুমায়ন কবির লুকু। রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থা ও চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আব্দুল হান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজিতদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন পুলিশ সুপার টি.এম মোজাহিদুল ইসলাম বিপিএম। এসময় জেলা ক্রীড়া অফিসার আখতারুজ্জামান রেজা তালুকদার সাবেক উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন, বিশিষ্ট ব্যবসায়ী এরফান আলী, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাবের রেজা আহম্মেদ, ইন্সপেক্টর অপারেশন আতিকুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম তোফা, যুগ্ম সম্পাদক ও টুর্নামেন্ট কমিটি আহ্বায়ক আজমাল হোসেন ও মোস্তাফিজুর রহমান মুকুল, কোষাধ্যক্ষ বদিউজ্জামান বুধু, নির্বাহী সদস্য আব্দুল হান্নান রজু মশিউর রহমান মিটু, আজিজুল হক, আহসান হাবিব মিন্টু, সাধারণ সদস্য সালামত হোসেন, মোজাম্মেল হক, জালাল উদ্দীন, শাহনেওয়াজ দুলাল সহ অন্যান্য উপজেলার কর্মকর্তা, খেলোয়াড়, অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ২৫-০৩-১৭