ট্রেনে হঠাৎ অসুস্থ, মিজু আহমেদের মৃত্যু

চলচ্চিত্র অভিনেতা ও প্রযোজক মিজু আহমেদ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সোমবার রাত ৮টার দিকে রাজধানীর একটি হাসপাতালে তিনি মারা যান।  তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক অমিত হাসান বিষয়টি এনটিভি অনলাইনকে জানিয়েছেন।

অমিত হাসান বলেন, ‘আজ সন্ধ্যা ৭টার দিকে কমলাপুর রেল স্টেশন থেকে ট্রেনে করে দিনাজপুরের উদ্দেশে রওনা হন মিজু আহমেদ। ট্রেন তেজগাঁও স্টেশন যাওয়ার আগেই হৃদরোগে আক্রান্ত হন। পরে তাঁকে বিমানবন্দর স্টেশনে নামানোর পর কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’
অমিত হাসান আরো বলেন, ‘বিমানবন্দনে নামানোর পরই তিনি মারা যান। হাসপাতালে নেওয়ার হলে মিজু আহমেদ আগেই মারা গেছেন বলে জানান কর্তব্যরত চিকিৎসক।’
১৯৫৩ সালের ১৭ নভেম্বর মিজু আহমেদ কুষ্টিয়ায় জন্মগ্রহণ করেন

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ সূত্রঃ এনটিভি অনলাইন/ ২৮-০৩-১৭