এরফান গ্রুপ ১ম বিভাগ ক্রিকেট লীগে এনসিসি’র বিশাল জয়

চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এরফান গ্রুপ ১ম বিভাগ ক্রিকেট লীগ প্রতিযোগিতা ২০১৬-১৭ এর বৃহস্পতিবারের খেলায় জয় পেয়েছে এনসিসি (নবাবগঞ্জ ক্রিকেট ক্লাব)। তারা ২৬০ রানে নামোশংকরবাটী উত্তরণ ক্রীড়া চক্রকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে এনসিসি ৪৫.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৩০৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে সোহেল ১৫০ ও হিমেল ৪৪ রান করে। নামোশংকরবাটীর বোলার হাসান ৮ ওভার ৩৪ রানে ৩টি ও জুবায়ের ১০ ওভার ৩৫ রানে ২টি উইকেট লাভ করে। ৩০৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে নামোশংকরবাটী উত্তরণ ক্রীড়া চক্র ৮.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৪৬ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে রাহিম ১৪ ও জুবায়ের ১১ রান করে। এনসিসি’র বোলার সুজন ৫ ওভার ১৫ রানে ৮টি ও ওয়াহিদ ৩ ওভার ১৪ রানে ২টি উইকেট লাভ করে। এ খেলার ম্যান অব দ্যা ম্যাচ সুজন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ১৫-০৩-১৭