সোনামসজিদ সীমান্তে বিজিবি বিএসএফ’র পতাকা বৈঠক অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের সোনমসজিদ সীমান্তে আজ দুপুরে বিজিবি ও বিএসএসফ’র ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সীমান্তের ১৮৫/১০-এস পিলারের কাছে অনুষ্ঠিত পতাকা বৈঠকে বিজিবি’র ৯ ব্যাটালিয়নের ১৯ সদস্যেও প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল এস এম আবুল এহসান, পিএসপি এবং বিএসএফ’র ২৪ ব্যাটালিয়নের ২১ সদস্যেও প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ২৪ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী অনিল কুমার হটকার।

বৈঠক সূত্র জানায়, পতাকা  বৈঠকে সীমান্তে গুলি বর্ষণ না করা, নাগরিককে হত্যা-নির্যাতন বন্ধ করা, চোরাচালান, মাদকদ্রব্য, অস্ত্র ও বিষ্ফোরকদ্রব্য পাচার প্রতিরোধ, নারী, শিশু ও মানব পাচার প্রতিরোধসহ সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়। বৈঠকে সীমান্তে শান্তিপুর্ণ সহবস্থান বজায় রাখার ব্যাপারে উভয় পক্ষ সম্মত হন। ওই সূত্র জানায়, দুই পক্ষই বাংলাদেশ-ভারত সীমান্ত চুক্তির আলোকে আলাপ-আলোচনার মাধ্যমে উদ্ভুত যে কোন সমস্যা সমাধানে একমত হন।