চক্ষু হাসপাতালে কিডনি ডায়ালাইসিস ইউনিট স্থাপনের অঙ্গীকার

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক প্রবাসী বাঙ্গালিদের স্বেচ্ছাসেবী সংগঠন ‘মাদারল্যান্ড চ্যারিটেবল ফাউন্ডেশন’র পক্ষ থেকে দরিদ্র রোগীদের জন্য চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালে কিডনি ডায়ালাইসিস ইউনিট সংযুক্ত করতে আর্থিক সহায়তার অঙ্গীকার করা হয়েছে।
বাংলাদেশ জাতীয় অন্ধকল্যাণ সমিতি, চাঁপাইনবাবগঞ্জ শাখা পরিচালিত চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতাল ভবনে হাসপাতালে কিডনী ডায়ালাইসিস ইউনিট স্থাপন সংক্রান্ত সম্ভাব্যতা যাচাই বিষয়ক এক মতবিনিময় সভায় গতকাল বৃহস্পতিবার বিকেলে ফাউন্ডেশনের সভাপতি সৈয়দ নুরুজ্জামান এ অঙ্গীকার ব্যক্ত করেন।
অন্ধকল্যাণ সমিতির চাঁপাইনবাবগঞ্জ শাখার সভাপতি জোহরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সৈয়দ নুরুজ্জামান বলেন, কিডনী ডায়ালাইসিস ব্যয়বহুল। দরিদ্র মানুষেরা এর সুযোগ গ্রহণ করতে পারে না। বিনা চিকিৎসাতেই অনেকে মারা যায়। চাঁপাইনবাবগঞ্জের দরিদ্র মানুষকে এ সুবিধা দেওয়ার জন্য ফাউন্ডেশনের পক্ষ থেকে এক কোটি টাকা সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। চক্ষু হাসপাতাল কর্তৃপক্ষ ও এখানকার নেতৃস্থানীয় সমাজসেবীরা এটি পরিচালনার দায়িত্ব নিলে এ সহায়তা দেওয়া হবে।
সভায় উপস্থিত সমাজসেবীরা এ উদ্যোগকে সাধুবাদ জানান এবং চাঁপাইনবাবগঞ্জের লোক হিসেবে যুক্তরাষ্ট্রপ্রবাসী সমাজসেবী সৈয়দ নুরুজ্জামানকে ধন্যবাদ জানান। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ পৌর মেয়র নজরুল ইসলাম। এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অন্ধকল্যাণ সমিতির সহসভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিকস সমিতির পরিচালক ডা. দুরুল হোদা, প্রবীণ হিতৈষী সংঘের আজহারুল ইসলাম, ডা. নূর-ই-আখতার জোবেদা বেগম, সমাজসেবী শফিকুল আলম ওরফে ভোতা  প্রমূখ।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০২-০২-১৭