একুশের সকালে মিষ্টি রোদে বর্ণ লেখা
আমাদের বাংলা ভাষা, বাংলার প্রতিটি অক্ষর ভাষা শহীদের রক্তের বিনিময়ে কেনা। ২১শে ফেব্রুয়ারী সেই ভাষা শহীদদের স্মরণ করতে চাঁপাইনবাবগঞ্জ শহরের পোল্লাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজন করা হয়েছিল বর্ণ মেলা। বর্ণ লেখার এ আয়োজনকে ঘিরে বিদ্যালয়টির শিক্ষার্থীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ।
সকালের মিষ্টি রোদে বিদ্যালয় প্রাঙ্গনে পাতা বেঞ্চে পঞ্চম শ্রেনীর শিক্ষার্থী আকতারুন নেসা আপন মনে ফুল, পিঠা দিয়ে তৈরী করছে ‘ঙ’ বর্নটি। বিভাবে বানালে জানতে চাইলে সে জানায়, রাতে বাসায় আটা দিয়ে ফুল তৈরী করেছিলাম। এখন সেগুলো একটার সাথে অন্যটা যুক্ত করে আমার নির্ধারিত বর্ণ ‘ঙ’ তৈরী করেছি। পাশেই আরেক শিক্ষার্থী আটা দিয়ে তৈরী গোলাপ দিয়ে বানিয়েছে ‘ঘ’। আরেক শিক্ষার্থী লিখেছে ‘আ’। আসমাউল হুসনা নামে ওই শিক্ষর্থী আটা দিয়ে লিখলেও তাতে যুক্ত করেছে লাল সুবুজ রংয়ের পুথি। সাহিনুর নামে এক শিক্ষার্থী শুধু সজনে পাতা দিয়েই লিখে ফেলেছেন ‘ঔ’ বর্নটি। বর্ন লিখতে মুসুর ডাল, ফুল ফলও ব্যাবহার করেছে অনেকেই।
পরে শিক্ষার্থীদের বিভিন্ন উপকরণ দিয়ে লেখা বর্ণগুলি,শিক্ষাকর্মকর্তা,বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য, অবিভাবকসহ অন্য শ্রেনীর শিক্ষার্থীরা ঘুরে ঘুরে দেখেন।
পরে অংশগ্রহনকারীদের পুরস্কার প্রদান করেন শিক্ষানুরাগী শফিকুল আলম ভোতা ও সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার তাসেম আলী, এই সময় সাথে ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শহীদুল হুদা অলক,বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোনয়ারা খাতুন সহ অন্য শিক্ষকরা।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২১-০২-১৭
সকালের মিষ্টি রোদে বিদ্যালয় প্রাঙ্গনে পাতা বেঞ্চে পঞ্চম শ্রেনীর শিক্ষার্থী আকতারুন নেসা আপন মনে ফুল, পিঠা দিয়ে তৈরী করছে ‘ঙ’ বর্নটি। বিভাবে বানালে জানতে চাইলে সে জানায়, রাতে বাসায় আটা দিয়ে ফুল তৈরী করেছিলাম। এখন সেগুলো একটার সাথে অন্যটা যুক্ত করে আমার নির্ধারিত বর্ণ ‘ঙ’ তৈরী করেছি। পাশেই আরেক শিক্ষার্থী আটা দিয়ে তৈরী গোলাপ দিয়ে বানিয়েছে ‘ঘ’। আরেক শিক্ষার্থী লিখেছে ‘আ’। আসমাউল হুসনা নামে ওই শিক্ষর্থী আটা দিয়ে লিখলেও তাতে যুক্ত করেছে লাল সুবুজ রংয়ের পুথি। সাহিনুর নামে এক শিক্ষার্থী শুধু সজনে পাতা দিয়েই লিখে ফেলেছেন ‘ঔ’ বর্নটি। বর্ন লিখতে মুসুর ডাল, ফুল ফলও ব্যাবহার করেছে অনেকেই।
পরে শিক্ষার্থীদের বিভিন্ন উপকরণ দিয়ে লেখা বর্ণগুলি,শিক্ষাকর্মকর্তা,বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য, অবিভাবকসহ অন্য শ্রেনীর শিক্ষার্থীরা ঘুরে ঘুরে দেখেন।
পরে অংশগ্রহনকারীদের পুরস্কার প্রদান করেন শিক্ষানুরাগী শফিকুল আলম ভোতা ও সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার তাসেম আলী, এই সময় সাথে ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শহীদুল হুদা অলক,বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোনয়ারা খাতুন সহ অন্য শিক্ষকরা।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২১-০২-১৭