সুসংবাদ > কিডনী চিকিৎসা সহায়তায় এগিয়ে এলেন যুক্তরাষ্ট্র প্রবাসী শামীম

নব প্রতিষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ কিডনী সেন্টারকে প্রথম অনুদান হিসেবে দ্ইু লক্ষ টাকা প্রদান করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী চাঁপাইনবাবগঞ্জের সন্তান শামীম আনোয়ারী জামান। বুধবার কার্যনির্বাহী কমিটির প্রথম সভার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল গরীব রোগীদের ব্যয়বহুল কিডনী চিকিৎসায় সহায়তার জন্য নব প্রতিষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ কিডনী সেন্টার।
বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা মিলনায়তনে সেন্টারের কার্যনির্বাহী কমিটির প্রথম সভায় সেন্টারের সভাপতি ডা. নূর-ই-আখতার জোবেদা বেগমের হাতে দুই লক্ষ টাকার চেক তুলে দেন শামীম আনোয়ারী পক্ষে যুক্তরাষ্ট্রের বস্টন প্রবাসী চাঁপাইনবাবগঞ্জের প্রকৌ. সৈয়দ নুরুজ্জামান।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর মেয়র নজরুল ইসলাম, প্যানেল মেয়র মতিউর রহমান, সচিব মামুনুর রশিদ, নির্বাহী প্রকৌশলী সাদিকুল ইসলাম, সেন্টারের সাধারণ সম্পাদক শামসুল হক, সহ-সভাপতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অব.রেজিষ্টার প্রফেসর আব্দুস সালাম, সদস্য শফিকুল আলম ভোতা, চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালের পরিচালক প্রকৌ.খাদেমুল ইসলাম, নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিনুর রহমান,জেলা পরিষদ সদস্য আব্দুল হাকিম প্রমূখ।
উল্লেখ্য, সম্প্রতি যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের স্বেচ্ছাসেবী সংগঠন ‘মাদারল্যান্ড চ্যারিটেবল ফাউন্ডেশন” জাতীয় অন্ধকল্যাণ সমিতি পরিচালিত চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতাল ভবনে একটি পৃথক কিডনী ইউনিট স্থাপনে ১ কোটি টাকা পর্যন্ত প্রদানের অঙ্গীকার করে। এরপরই স্থানীয় সমাজসেবীদের উদ্যেগে প্রতিষ্ঠা করা হয় ‘চাঁপাইনবাবগঞ্জ কিডনী সেন্টার’

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২২-০২-১৭