কিউট ১ম বিভাগ হ্যান্ডবল লীগে খেলোয়াড় কল্যাণ সমিতি ও হ্যান্ডবল একাডেমির জয়
চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় কিউট ১ম বিভাগ হ্যান্ডবল লীগ প্রতিযোগিতা ২০১৬-১৭ এর বৃহস্পতিবারের খেলায় জয় পেয়েছে জেলা কল্যাণ সমিতি। তারা ৫-৪ গোলে রংধনু সমাজকল্যাণ বহুমুখী প্রতিষ্ঠানকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে রেদুয়ান ৪টি ও জনি ১টি এবং বিজীত দলের পক্ষে শিশির ও হায়দার প্রত্যেকে ২টি গোল করে। অপর খেলায় জেলা হ্যান্ডবল একাডেমি ৩১-৫ গোলে মান্না স্মৃতি সংঘকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে উল্লেখযোগ্য গোলাদাতা হল সম্রাট ও রায়হান প্রত্যেকে ৭টি করে, এবং জিয়া ও টেকেন প্রত্যেকে ৬টি করে এবং বিজীত দলের পক্ষে ্আরাফুল ও সেতু প্রত্যেকে ২টি করে গোল করে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ০৯-০২-১৭
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ০৯-০২-১৭