অবৈধভাবে ভারতে যাওয়ার সময় শিবগঞ্জ সীমান্তে ১৭ জন আটক

চাঁপাইানবাবগঞ্জ শিবগঞ্জের রঘুনাথপুর সীমান্ত এলাকা দিয়ে বুধবার ভোরে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় ১৭জনকে আটক করেছে বিজিবি। আটককৃতরা ব্যাক্তি হচ্ছে, দূর্লভপুর ইউনিয়নের চাররশিয়া গ্রামের খলিলের ছেলে আব্দুর রহমান (২২), মোহবুলের ছেলে রিপন আলি ((১৯), ওহেদ আলির ছেলে সাদিকুল ইসলাম (৩৫), মোহবুল হকের ছেলে রেজাউল করিম (১৯), মফিজুল হকের ছেলে আব্দুল হাকিম (৩৮), মর্তুজা আলমের ছেলে সুমন (২৮), জানমোহাম্মদের ছেলে দুরুল  ইসলাম (৪০), ঘাটু আলির ছেলে জোহরুল হক (২১),আব্দুল মালেকের ছেলে মিজান উদ্দিন (২০), আব্দুল খালেকের ছেলে মেম (২০), ফিটুর ছেলে সাদ্দাম আলি (১৯), একই ইউনিয়নের ফুলদিয়াড়ী গ্রামের মফিজুল হকের ছেলে ইমরান আলি (২৫), নামোজগনাথপুর গ্রামের সেন্টু আলির ছেলে জামাল উদ্দিন (২০), স্কুল সাম গ্রামের একরাম আলির ছেলে মিরাজুল ইসলাম(২৮), নামো জগনাথপুর গ্রামের মৃত আয়নাল হকের ছেলে পারুল হক (৩০), ফিল্ডের হাট গ্রামের আয়নাল হকের ছেলে রিপন উদ্দিন(২০) ও শাহাবাজপুর ইউনিয়নের তেররশিয়া গ্রামের দুরুল আলির ছেলে সাহেব আলি (২০)।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দূর্লভপুর ইউনিয়নের রঘুনাথপুর বিওপি কমান্ডার নায়েব সুবেদার মবিন উদ্দিনের নেতৃত্বে বিজিবির একটি টহল দল  ভোর ৫টার দিকে সীমান্ত পিলার নং ১০/৬এস এলাকা দিয়ে শিবগঞ্জের বিভিন্ন গ্রামের ১৭ জন যুবব অবৈধভাবে ভারতে প্রবেশের সময় হাতে নাতে তাদেরকে আটক করা হয়।
এ ব্যাপারে শিবগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ২৫-০১-১৭

,