শিবগঞ্জে ৫৫টি অবৈধ এন্ড্রয়েড মোবাইল ফোনসহ দুজন আটক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ বাজারের ‘মা টেলিকম’ নামে একটি মোবাইল ফোনের দোকান ও দোকান মালিকের বাড়িতে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে  ৫৫টি অবৈধ ভারত ও  অন্যান্য দেশের তৈরী এ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ দুজনকে  আটক করেছে র‌্যাব।
আটককৃত ব্যাক্তি হচ্চে  শিবগঞ্জ উপজেলার দৌলতপুর উপরটোলা গ্রামের মৃত আবু সাঈদের ছেলে  শাকিল (২৮) ও শেরপুর ভান্ডার এলাকার মজিবুর রহমানের ছেলে শাহীন আলী (২২)।
চাঁপাইনবাবগঞ্জে র‌্যাব-৫ ক্যাম্পের সহকারী পুলিশ সুপার (এএসপি) নূরে আলম  এক প্রেসনোটে জানান, গোপন সংবাদের ভিত্তিতে  মঙ্গলবার রাতে  শিবগঞ্জ বাজারের মা টেলিকমে অভিযান চালিয়ে  দোকানে মালিক  শাকিল ও শাহীন আটক করা  হয়। পরে রাতে শাকিলের দেওয়া তথ্যের ভিত্তিতে দৌলতপুর উপরটোলা গ্রামে তাঁর নিজ বাড়িতে অভিযান চালানো হয়। দোকান ও বাড়ি থেকে মোট ৫৫টি এ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়। র‌্যাব আরো জানায়,  শুল্ক ফাঁকি দিয়ে চোরাইপথে চোরাচালানের মাধ্যমে ভারত হতে মোবাইলফোন এগুলি আনা হয়েছিল। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৫-০১-১৭

,