সাংবাদিকদের সাথে লাইট হাউসের বার্ষিক মতবিনিময় সভা

চাঁপাইনবাবগঞ্জে লাইট হাউস সিএলএস-ইজলাস প্রকল্পের আয়োজনে সাংবাদিকদের সাথে বার্ষিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার চাঁপাইনবাবগঞ্জ শহরের একটি হোটেলে এ মতবিনিময়ে সমাজে নায্যতা, শান্তি ও মানবাধিকার নিশ্চিত করতে গ্রাম আদালত, আদিবাসিদের স্থানীয় সালিশ ব্যবস্থা সক্রিয়করণ এবং সরকারের বিনামূল্যে আইনগত সহায়তা প্রদানের ক্ষেত্রে লাইট হাউসের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরা হয়।
মতবিনিময়ে লাইট হাউসের প্রধান নির্বাহী হারুন-অর-রশীদ সিএলএস-ইজলাস প্রকল্পের পরীবিক্ষণ ও মূল্যায়ন কো-অর্ডিনেটর আব্দুল বারী, প্রকল্প কর্মকর্তা সিদ্দিকুল আলম মামুন, রশিদা খাতুন, সিএলএস-ইজলাস প্রকল্পের উপজেলা সমন্বয়ক আব্দুর রহিম ও আইন সহায়তা পাওয়া ময়না হেমরন ও সুব্রত বর্মন উপস্থিত ছিলেন।
গত এক বছরে আইনগত সেবা নিশ্চিত,স্থানীয় বিবাদ মিমাংসা ও সরকারের বিনামূল্যে আইনগত সেবা গ্রহণে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী বিশেষ করে নারী, শিশু, আদিবাসীদের সচেতনা বৃদ্ধি হয়েছে বলে সভায় জানানো হয়।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৯-০১-১৭