ভোলাহাটে বিজিবি’র পৃথক অভিযানে ফেন্সিডিল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ৫৯বিজিবি ব্যাটালিউনের চরধরমপুর বিওপি ও ভোলাহাট সিসি পৃথক পৃথকভাবে ভারতীয় ২শ’ ৮৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকালে বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল আওয়াল ও হাবিলদার মজনু মিয়ার নেতৃত্বে উপজেলার হলদেগাছী পাকা রাস্তা ও সন্ন্যাসীতলা জোড়গাঝি নামকস্থানে অভিযান চালায়। এ সময় মাদক ব্যবসায়ীরা কুলের কেরেটের মধ্যে সাজানো ফেন্সিডিল সাইকেল যোগে আসলে টহলরত বিজিবি তাদের দাঁড়াতে বললে ফেন্সিডিল ফেলে পারিয়ে যায়। পরে বিজিবি ফেন্সিডিলগুলি উদ্ধার করে। উদ্ধারকৃত ফেন্সিডিলগুলির মুল্য প্রায় ১লাখ ২৮হাজার ৭’শ টাকা। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, ভোলাহাট/ ২৯-০১-১৭

,