কানসাট ইউনিয়নের উন্নয়নের লক্ষ্যে আলোচনা সভা

শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের সার্বিক উন্নয়নের লক্ষে বুধবার বিকালে বহলাবাড়ি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শিবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জোহাক আলী মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংসদ সদস্য গোলাম রাব্বানী, কানসাট ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক আবুল কালাম, বিশিষ্ঠ সমাজ সেবক আব্বাস আলি, আওয়ামীলীগ নেতা নব কুমার দাস, সাইফুল ইসলাম, লালচাঁন, কানসাট ইউনিয়ন যুবলীগের সভাপতি বাবুল হোসেন, সাধারন সম্পাদক রমজান আলী।
অনুষ্ঠানে সাংসদ বলেন বর্তমান সরকার জনগনের সরকার, তাই দুঃস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে সাহায্য সহযোগিতা অব্যহত থাকবে। তিনি কয়েকটি নতুন রাস্তা পাকা করনের ঘোষণা করেন। সেই সাথে সকলের মঙ্গল কামনা করে তিনি বলেন, আগামীতে যে কোন নির্বাচনে নৌকা প্রতীকের পক্ষে কাজ করে বর্তমান সরকারের হাতকে আরও শক্তিশালী করার আহবান জানান।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৮-০১-১৭

,