১ম বিভাগ ভলিবল লীগে ত্রিবেনী ও আলীনগরের জয়
চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনা চাঁপাইনবাবগঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত ১ম বিভাগ ভলিবল লীগ প্রতিযোগিতা ২০১৬-১৭ এর বুধ্ারের খেলায় জয় পেয়েছে ত্রিবেনী সেবা সংঘ। তাঁরা ২-০ গেমে জেলা ক্রিকেট একাডেমীকে এবং অপর খেলায় আলীনগর ক্লাব ২-০ গেমে জেলা ফুটবল একাডেমিকে পরাজিত করে। আগামীকালের খেলায় অংশগ্রহণ করবে বালিয়াডাঙ্গা এ্যাথলেটিক ক্লাব ও রেহাইচর দীপালি সংঘ এবং রামচন্দ্রপুর সেবা সংঘ ও রানিহাটি স্পোর্টিং ক্লাব।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ১৮-০১-১৭
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ১৮-০১-১৭