গোমস্তাপুরে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ ও সড়ক অবরোধ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগের ইউনিয়ন সভাপতি জামাল উদ্দীনকে রোববার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ থেকে র‌্যাব-৫ কর্তৃক গ্রেপ্তারের প্রতিবাদে গোমস্তাপুর বাসস্ট্যান্ড মোড়ে বিক্ষোভ সমাবেশ ও টায়ার জ্বালিয়ে প্রায় দু’ ঘন্টাব্যাপী চাঁপাইনবাবগঞ্জ-রহনপুর সড়ক অবরোধ করা হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. জাকারিয়া জানান, জামাল উদ্দীনকে র‌্যাব গ্রেপ্তার করায় তাঁর ক্ষুদ্ধ সমর্থকরা সড়ক অবরোধ করে। পরে বিকেল পাঁচটার দিকে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জামাল উদ্দীনের বিরুদ্ধে গত ২৫ ডিসেম্বর একটি হত্যা মামলা দায়ের করা হয়। চাঁপাইনবাবগঞ্জে র‌্যাব-৫’র সহকারী পুলিশ সুপার (এএসপি) নূরে আলম জানান, জামাল উদ্দীনের বিরুদ্ধে একটি হত্যাসহ আরো তিনটি মামলা রয়েছে। পরিপ্রেক্ষিতে রোববার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ শহর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৯-০১-১৭

,