নাচোলে হাউস বিল্ডিং ও ভোলাহাটে বিজিবি’র শীতবস্ত্র বিতরণ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫৯ ব্যাটালিয়নে আয়োজনে সোমবার সীমান্ত সুরক্ষায় আইন-শৃংখলা বিষয়ে মতবিনিময় সভা জেকে পোল্লাডাংগা কোম্পানী ক্যাম্পে অনুষ্ঠিত হয়েছে। এ সময় দুস্থ্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ করেন ৫৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্ণেল হাসান মোরশেদ। এ সময় উপস্থিত ছিলেন দলদলী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মাজহারুল ইসলাম পুতুল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব নুরুল হক, কোম্পানী কমান্ডার সুবেদার আলী নেওয়াজ।
পরে চাঁনশিকারী বিজিবি ক্যাম্পে মতবিনিময় সভা যোগ দেন প্রধান অতিথি লে: কর্ণেল হাসান মোরশেদ।
এ দিকে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন-রাজশাহী জোনাল অফিসের আয়োজনে নাচোল উপজেলা পরিষদ চত্বরে সোমবার দুপুরে ৩শ’ জন শীতার্তের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাশেদ ওয়াসিফ, রাজশাহী জোনের জোনাল ম্যানেজার আলাউদ্দিন, এইচবিএফসি’র সিনিয়র প্রিন্সিপাল অফিসার মফিজুল ইসলাম, প্রিন্সিপাল অফিসার প্রদীপ কুমার মজুমদার,  কসবা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান, প্রকল্প অফিসার খন্দকার আবু তাহের, নাচোল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খাইরুল আলম ও নাচোল পৌরসভার লাইসেন্স পরিদর্শক আহসান হাবিব।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, নাচোল ও ভোলাহাট/ ২৩-০১-১৭

, ,