প্রাইম ব্যাংক ইয়ং টাইগার্রস প্রতিযোগিতায় নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের জয়

চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সহযোগিতায় চাঁপাইনবাবগঞ্জ স্টেডিয়ামে ্অনুষ্ঠিত প্রাইম ব্যাংক ইয়ং টাইগার্রস জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা ২০১৬-১৭ এর  সোমবারের খেলায় জয় পেয়েছে নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়। তারা ৪৩ রানে হামিদুল্লাহ উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে ৩৯.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৭২ রান সংগ্রহ করে। দলের পক্ষে সুমন ৪২, আজিম ২৫ রান করে। হামিদুল্লাহ উচ্চ বিদ্যালয়ের বোলার ওয়াদুদ ৮ ওভারে ২১ রানে ৩টি, আলামিন ১.৫ ওভার ১৪ রানে ২টি উইকেট লাভ করে। ১৭৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে হামিদুল্লাহ উচ্চ বিদ্যালয় ৩৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১২৯ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে নাজমুল ২৫, বায়েজিদ ২৫ রান করে। নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের বোলার সাকিব ৪ ওভারে ১১ রানে ২ উইকেট এবং ইমতিয়াজ ৬ ওভার ১৪ রানে ২টি উইকেট লাভ করে। আগামীকালের খেলায় অংশগ্রহণ করবে হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় ও ফুলকুঁড়ি ইসলামিক একাডেমি।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ২৩-০১-১৭