গ্রীনভিউ স্কুলে তিন দিনব্যাপি ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন
চাঁপাইনবাবগঞ্জে তিন দিনব্যাপি ডিজিটাল উদ্ভাবনী মেলা শুক্রবার উদ্বোধন করা হয়েছে। বিকালে গ্রীনভিউ স্কুল প্রাঙ্গনে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (গর্ভনেন্স ইনোভেশন ইউনিট) আব্দুল হালিম।
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মাহমুদুল হাসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তৌফিকুল ইসলাম, সাইফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম, ওয়ারেছ আলী, সিভিল সার্জন কাজী শামীম হোসেন, চাঁপাইনবাবগঞ্জ সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. নজরুল ইসলাম, পৌর মেয়র নজরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফতেখার উদ্দীন সামিম। মেলায় বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের ৪১টি স্টল রয়েছে। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত্রি ৯টা পর্যন্ত মেলা সর্বসাধারণের জন্য উন্মূক্ত থাকবে। এ ছাড়াও সন্ধ্যায় মেলা মঞ্চে পরিবেশিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। পরে র্যালিটি শহর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গ্রীন ভিউ স্কুল প্রাঙ্গণে মিলিত হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২০-০১-১৭
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মাহমুদুল হাসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তৌফিকুল ইসলাম, সাইফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম, ওয়ারেছ আলী, সিভিল সার্জন কাজী শামীম হোসেন, চাঁপাইনবাবগঞ্জ সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. নজরুল ইসলাম, পৌর মেয়র নজরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফতেখার উদ্দীন সামিম। মেলায় বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের ৪১টি স্টল রয়েছে। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত্রি ৯টা পর্যন্ত মেলা সর্বসাধারণের জন্য উন্মূক্ত থাকবে। এ ছাড়াও সন্ধ্যায় মেলা মঞ্চে পরিবেশিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। পরে র্যালিটি শহর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গ্রীন ভিউ স্কুল প্রাঙ্গণে মিলিত হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২০-০১-১৭