শিবগঞ্জের বালিয়াদিঘী এলাকা থেকে ৩ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী এলাকা থেকে ২ হাজার ৯শ’৭২ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
চাঁপাইনবাবগঞ্জে ৯’বিজিবি ব্যাটালিযনের অধিনায়ক লে.কর্নেল আবুল এহসান এক প্রেসনোটে জানান, শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে সোনামসজিদ সীমান্ত ফাঁড়ির সুবেদার আবু তাহের নেতৃত্ব শাহবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী মাঠে বিজিবি’র সদস্যরা টহল দেওয়ার সময় ১০/১২ জন মাদক চোরাকারবারী ভারতের দিক হতে ফেন্সিডিল নিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এ সময় বিজিবি’র সদস্যরা চোরাকারবারীদের ধাওয়া করলে চোরাকারবারীরা ফেন্সিডিলের বস্তা ফেলে অন্ধকারে দ্রুত আবার ভারতের দিকে পালিয়ে যায়। পরে টহল দল ফেলে যাওয়া বস্তার ভিতর হতে ফেন্সিডিল গুলো উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ফেন্সিডিলের অনুমানিক মূল্য ১১ লাখ ৮৯ হাজার টাকা। ফেন্সিডিলগুলি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২১-০১-১৭
চাঁপাইনবাবগঞ্জে ৯’বিজিবি ব্যাটালিযনের অধিনায়ক লে.কর্নেল আবুল এহসান এক প্রেসনোটে জানান, শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে সোনামসজিদ সীমান্ত ফাঁড়ির সুবেদার আবু তাহের নেতৃত্ব শাহবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী মাঠে বিজিবি’র সদস্যরা টহল দেওয়ার সময় ১০/১২ জন মাদক চোরাকারবারী ভারতের দিক হতে ফেন্সিডিল নিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এ সময় বিজিবি’র সদস্যরা চোরাকারবারীদের ধাওয়া করলে চোরাকারবারীরা ফেন্সিডিলের বস্তা ফেলে অন্ধকারে দ্রুত আবার ভারতের দিকে পালিয়ে যায়। পরে টহল দল ফেলে যাওয়া বস্তার ভিতর হতে ফেন্সিডিল গুলো উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ফেন্সিডিলের অনুমানিক মূল্য ১১ লাখ ৮৯ হাজার টাকা। ফেন্সিডিলগুলি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২১-০১-১৭