নাচোল প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রাথমিক শিক্ষার গুনগতমান উন্নয়ন শীর্ষক মতবিনিময়সভা মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। সকালে কন্যানগর গ্রীনল্যান্ড পার্কে “মানসম্মত শিক্ষা জাতির প্রতিজ্ঞা” প্রতিপাদ্যের আলোকে এক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার আব্দুল কাদের, সহকারী জেলা শিক্ষা অফিসার সাইয়েদুল ইসলাম, নাচোল পৌর মেয়র আব্দুর রশিদ খান, ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার সিদ্দীকুর রহমান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার আব্দুল মোত্তালিব, সহকারী শিক্ষা অফিসার ফজলুর রহমান ও ইউআরসি আশরাফুল করিম।
এ সময় নাচোল ক্লাস্টারের অধীন ২৭টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষকরা মতবিনিময় সভা অংশ নেন।

সভায় পৌর এলাকার ১নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষিকা সালেহা বেগমকে বিদায়ী সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করেন। শেষে শিক্ষক-শিক্ষিকাদের অংশ গ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৭-০১-১৭

,