নাচোলে নির্যাতনের শিকার এক গৃহবধু
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে এক গৃহবধুকে যৌতুকের জন্য স্বামী বেধড়ক পিটিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্বামীর নির্যাতনের স্বীকার হয়ে ওই গৃহবধু নাচোল উপজেলা স্বাস্থ্য কেন্দ্র চিকিৎসাধীন রয়েছে। নির্যাতনের শিকার ওই গৃহবধু হচ্ছে, নাচোল উপজেলার মুসলিমপুর বাগপুকুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে ইসরাইল ওরফে নাহার এর স্ত্রী রুমালী বেগম।
অভিযোগে জানাগেছে, ১৮ বছর আগে রুমালীর সঙ্গে নাহারের বিয়ে হয়। বিয়ের পর রুমালীর গর্ভে দুই মেয়ে ও এক ছেলে জন্ম নেয়। এরমধ্যে নাহার প্রথম স্ত্রীর অনুমতি না নিয়েই চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনুরা এলাকায় ফাতেমা নামে এক মহিলাকে বিয়ে করে। বিয়ের পর থেকে নাহার যৌতুকের দাবিতে রুমালীকে প্রায় মারপিট করতো। মঙ্গবার দুপুরেও রুমালী বেগমকে বেধড়ক মারপিট করে নাহার। প্রতিবেশীরা রুমালীকে উদ্ধার করে নাচোল হাসপাতালে ভর্তি করে।
তবে, এ ঘটনায় এখনও থানায় কোন মামলা হয়নি।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, নাচোল/ ০৩-০১-১৭
অভিযোগে জানাগেছে, ১৮ বছর আগে রুমালীর সঙ্গে নাহারের বিয়ে হয়। বিয়ের পর রুমালীর গর্ভে দুই মেয়ে ও এক ছেলে জন্ম নেয়। এরমধ্যে নাহার প্রথম স্ত্রীর অনুমতি না নিয়েই চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনুরা এলাকায় ফাতেমা নামে এক মহিলাকে বিয়ে করে। বিয়ের পর থেকে নাহার যৌতুকের দাবিতে রুমালীকে প্রায় মারপিট করতো। মঙ্গবার দুপুরেও রুমালী বেগমকে বেধড়ক মারপিট করে নাহার। প্রতিবেশীরা রুমালীকে উদ্ধার করে নাচোল হাসপাতালে ভর্তি করে।
তবে, এ ঘটনায় এখনও থানায় কোন মামলা হয়নি।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, নাচোল/ ০৩-০১-১৭