নাচোলে শিশুদের ওজন ও উচ্চতা মাপার যন্ত্র প্রদান

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বেসরকারী উন্নয়ন সংস্থা আশ্রয় এর উদ্যোগে শিশুদের ওজন ও উচ্চতা মাপার যন্ত্র এবং সেই সাথে সুষমখাদ্য পরিচিতি সম্পকে ফেষ্টন প্রদান করা হয়েছে।
বুধবার সকালে  নাচোল উপজেলার কলিহার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের ওজন ও উচ্চতা মাপার যন্ত্র প্রদান অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফার সভাপতিত্বে শিশুদের সুষম খাদ্য পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আশ্রয় আঞ্চলিক ব্যবস্থাপক নুরুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শাখা ব্যবস্থাপক এটিএম ইকবাল হোসেন,উজ্জীবিত প্রকল্পের প্রগ্রাম অফিসার রাকিবুল ইসলামসহ বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ।
উল্লেখ্য যে পিকেএসএফ এর অর্থায়নে আশ্রয় উজ্জীবিত প্রকল্প প্রতি তিনমাস পরপর শিশুদের ওজন ও উচ্চতার পরিমাপসহ শিশুদের সুষম খাদ্য বিষয়ক প্ররিচিতি প্রদান করবেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, নাচোল/ ২৫-০১-১৭

,