কৃষ্ণগোবিন্দপুরে ফ্রেন্ডস ক্রিকেট টুর্নামেন্টে হান্টার একাদশ চ্যাম্পিয়ন

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের কৃষ্ণগোবিন্দপুর ফ্রেন্ডস ক্লাবের ব্যবস্থাপনায় কৃষ্ণগোবিন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠে ফ্রেন্ডস ক্রিকেট টুর্নামেন্ট ২০১৭ এর ফাইনালে হান্টার একাদশ ১৪ রানে আশা একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে বিজয়ী ও বিজীতদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন এলাকার বিশিষ্ট সমাজ সেবক আনোয়ারুল আজিম। এসময় শরীরচর্চা শিক্ষক আজিজুল হক, ইব্রাহিম আলী, সুমন, রুম্মনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে ৮টি দল অংশ গ্রহণ করে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ২১-০১-১৭