চালক আটকের ঘটনায় ২ ঘন্টা মহাসড়ক অবরোধ
পুলিশ ও স্থানীয়রা জানায়, লিটনকে আটকের ঘটনাকে ঘিরে রবিবার সকাল ৯টার দিকে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর সেতু’র টোল ঘরের সামনে ট্রাক দিয়ে ব্যরিকেট সৃষ্টি করে মহাসড়ক অবরোধ করে স্থানীয় শ্রমিকরা।
জেলা ট্রাক ও মোটর শ্রমিক ইউনিয়নের সহ সম্পাদক হুমায়ন কবির জানান, শুক্রবার দিবাগত রাতে শ্রমিক অফিসে পিকনিক করে বাড়ি ফেরার সময় সদর থানা পুলিশ লক্ষিপুরের চালক লিটনকে আটক করে নিয়ে যায়। পরে তার কাছ থেকে ১ লিটার মদ পাওয়ার অভিযোগ দিয়ে মামলা দায়ের করে। প্রেক্ষিতেই চালক লিটনকে আটকের প্রতিবাদে স্থানীয় চালকরা রবিবার সকালে রাস্তা অবরোধ করে।
এদিকে, অবরোধ চলাকালে শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ ও পুলিশের কর্মকর্তাদের ফলপ্রসু আলোচনা শেষে অবরোধ তুলে নেয় শ্রমিকরা।
মহাসড়ক অবরোধের ফলে ওই সময় চরম দুর্ভোগের মধ্যে পড়েন যাত্রী সাধারণ।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/০৮-০১-১৭