নানা আয়োজনে বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন

‘মানবাধিকার রক্ষায় এখনই এক অপরের পাশে দাঁড়াও’-প্রতিপাদ্যে বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন সংগঠন বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন করেছে। এ উপলক্ষ্যে শনিবার বেলা সাড়ে ১১ টায় বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা শহরের বঙ্গবন্ধু মুক্ত মঞ্চের সামনে থেকে বনার্ঢ্য র‌্যালী বের করে। র‌্যালীটি শহর প্রদক্ষিণ করে একই স্থানে ফিরে এসে সংক্ষিপ্ত সভায় মিলিত হয়। সংগঠনের জেলা শাখার সহসভাপতি মুক্তিযোদ্ধা অধ্যাপক ইব্রাহীমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আ্যাড. মোয়াজ্জেম হোসেন, অধ্যক্ষ ড. ইমরান হোসেন, মীনা রায়, শিবগঞ্জ উপজেলা শাখার সহসভাপতি শামসুল হোদা প্রমূখ।
অনুষ্ঠানে মানবাধিকার বিষয়ক সঙ্গীত ও কবিতা পরিবেশিত হয়। কর্মসূচীতে সংগঠনের বিভিন্ন উপজেলা শাখার প্রতিনিধি ও সদস্যরা উপস্থিত ছিলেন। বিকেলে বাংলাদেশ মানবাধিকার কমিশন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা আলোচনা সভার আয়োজন করে। সংগঠনের সভাপতি আ্যাড. ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান।

এদিকে জেলার নাচোল উপজেলায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার সকালে বেসরকারী উন্নয়ন সংস্থা ল্ইাট হাউস এর উদ্যোগে ইপজেলা সদরে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নাচোল আদিবাসী একাডেমী প্রাঙ্গনে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ রাশেদ ওয়াসিফের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের। আরও বক্তব্য রাখেন উপজেলা পরিসদের ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান, নাচোল সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মকবুল হোসেন, বেসরকারী উন্নয়ন সংস্থা আসুস এর সমন্বয়কারী ফজলুল করিম,লাইট হাউস উপজেলা কো-অর্ডিনেটর আব্দুর রহিম, আদিবাসী একাডেমীর সভাপতি যতিন হেমরম প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন সাংবাদিক অলিউল হক।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১০-১২-১৬

,