জেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থীরা যে কেন্দ্রে যত ভোট পেলেন-

চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দিতাকারী ৫ চেয়ারম্যান প্রার্থীর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক প্রশাসক মইনুদ্দীন মন্ডল পেয়েছেন ৩০৭ ভোট। তার কাছের প্রতিদ্বন্দ্বি চাঁপাইনবাবগঞ্জ শিল্প ও বণিক সমিতি’র সভাপতি আব্দুল ওয়াহেদ পেয়েছেন ২৪৯ ভোট। গোমস্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খুরশিদ আলম বাচ্চু পেয়েছেন ৬১ ভোট, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিয়াউর রহমান তোতা পেয়েছেন ৩২ ভোট এবং আলাউদ্দীন টিপু পেয়েছেন ৪ ভোট।
নির্বাচনের ১৫টি ওয়ার্ডের ১৫টি কেন্দ্রে যে পরিমাণ ভোট পেয়েছেন-
ওয়ার্ড নম্বর-১ (ভোলাহাট, গোহালবাড়ি, দলদলী) ভোলাহাট রামেশ্বর পাইলট ইনস্টিটিউশন কেন্দ্রে মইনুদ্দীন মন্ডল ১৯, আব্দুল ওয়াহেদ ১৬, খুরশিদ আলম বাচ্চু ৫, জিয়াউর রহমান তোতা ২, আলাউদ্দীন টিপু ০ ভোট পেয়েছেন।
ওয়ার্ড নম্বর-২ (জামবাড়িয়া, চৌডালা, দাইপুকুরিয়া) কাশিয়াবাড়ি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মইনুদ্দীন মন্ডল ১৬, আব্দুল ওয়াহেদ ১৭, খুরশিদ আলম বাচ্চু ৫, জিয়াউর রহমান তোতা ২, আলাউদ্দীন টিপু ০ ভোট পেয়েছেন।
ওয়ার্ড নম্বর-৩ (বাঙ্গাবাড়ি, আলীনগর, বোয়ালিয়া) বাঙ্গাবাড়ি ইউসুফ স্বরনী স্কুল এন্ড কলেজ কেন্দ্রে মইনুদ্দীন মন্ডল ২১, আব্দুল ওয়াহেদ ১৪, খুরশিদ আলম বাচ্চু ৪, জিয়াউর রহমান তোতা ১, আলাউদ্দীন টিপু ০ ভোট পেয়েছেন।
ওয়ার্ড নম্বর-৪ (রহনপুর পৌরসভা, রাধানগর, পার্বতীপুর, রহনপুর নন্দিপুর) রহনপুর ইউসুফ আলী কলেজ কেন্দ্রে মইনুদ্দীন মন্ডল ২৩, আব্দুল ওয়াহেদ ২০, খুরশিদ আলম বাচ্চু ৯, জিয়াউর রহমান তোতা ০, আলাউদ্দীন টিপু ০ ভোট পেয়েছেন।
ওয়ার্ড নম্বর-৫ (ফতেপুর, কসবা, গোমস্তাপুর) মল্লিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মইনুদ্দীন মন্ডল ২৩, আব্দুল ওয়াহেদ ১০, খুরশিদ আলম বাচ্চু ৭, জিয়াউর রহমান তোতা ০, আলাউদ্দীন টিপু ০ ভোট পেয়েছেন।
ওয়ার্ড নম্বর-৬ (নাচোল পৌরসভা, নেজামপুর, নাচোল) নাচোল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মইনুদ্দীন মন্ডল ২০, আব্দুল ওয়াহেদ ১৪, খুরশিদ আলম বাচ্চু ৫, জিয়াউর রহমান তোতা ০, আলাউদ্দীন টিপু ২ ভোট পেয়েছেন।
ওয়ার্ড নম্বর-৭ (শাহবাজপুর, বিনোদপুর, শ্যামপুর, মোবারকপুর) বাজিতপুর নারী কল্যাণ শিক্ষালয় কেন্দ্রে মইনুদ্দীন মন্ডল ২০, আব্দুল ওয়াহেদ ১৯, খুরশিদ আলম বাচ্চু ১১, জিয়াউর রহমান তোতা ১, আলাউদ্দীন টিপু ০ ভোট পেয়েছেন।
ওয়ার্ড নম্বর-৮ (কানসাট, চককীর্তি, ধাইনগর, শিবগঞ্জ পৌরসভা) কানসাট মাহিদুর রহমান উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মইনুদ্দীন মন্ডল ৩০, আব্দুল ওয়াহেদ ১৮, খুরশিদ আলম বাচ্চু ৪, জিয়াউর রহমান তোতা ০, আলাউদ্দীন টিপু ১ ভোট পেয়েছেন।
ওয়ার্ড নম্বর-৯ (মনাকষা, দুর্লভপুর, পাকা) আদিনা ফজলুল হক সরকারি কলেজ কেন্দ্রে মইনুদ্দীন মন্ডল ২৫, আব্দুল ওয়াহেদ ১৩, খুরশিদ আলম বাচ্চু ০, জিয়াউর রহমান তোতা ০, আলাউদ্দীন টিপু ০ ভোট পেয়েছেন।
ওয়ার্ড নম্বর-১০ (উজিরপুর, ছত্রাজিতপুর, নয়ালাভাঙ্গা) ছত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মইনুদ্দীন মন্ডল ১৪, আব্দুল ওয়াহেদ ২৪, খুরশিদ আলম বাচ্চু ০, জিয়াউর রহমান তোতা ০, আলাউদ্দীন টিপু ০ ভোট পেয়েছেন।
ওয়ার্ড নম্বর-১১ (রানীহাটি, মহারাজপুর, বারঘোরিয়া) চামাগ্রাম হেনা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মইনুদ্দীন মন্ডল ২৭, আব্দুল ওয়াহেদ ১১, খুরশিদ আলম বাচ্চু ০, জিয়াউর রহমান তোতা ০, আলাউদ্দীন টিপু ১ ভোট পেয়েছেন।
ওয়ার্ড নম্বর-১২ (চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা, গোবরাতলা, বালিয়াডাঙ্গা, ঝিলিম) নয়াগোলা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মইনুদ্দীন মন্ডল ২৭, আব্দুল ওয়াহেদ ২৭, খুরশিদ আলম বাচ্চু ৭, জিয়াউর রহমান তোতা ৩, আলাউদ্দীন টিপু ০ ভোট পেয়েছেন।
ওয়ার্ড নম্বর-১৩ (নারায়ণপুর, সুন্দরপুর, ঘোড়াপাখিয়া) কালিনগর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মইনুদ্দীন মন্ডল ১৪, আব্দুল ওয়াহেদ ১৫, খুরশিদ আলম বাচ্চু ৬, জিয়াউর রহমান তোতা ০, আলাউদ্দীন টিপু ০ ভোট পেয়েছেন।
ওয়ার্ড নম্বর-১৪ (ইসলামপুর, দেবীনগর, চরঅনুপনগর) দেবিনগর দিয়ার কলেজ কেন্দ্রে মইনুদ্দীন মন্ডল ১৭, আব্দুল ওয়াহেদ ১৩, খুরশিদ আলম বাচ্চু ০, জিয়াউর রহমান তোতা ৯, আলাউদ্দীন টিপু ০ ভোট পেয়েছেন।
ওয়ার্ড নম্বর-১৫ (শাহজাহানপুর, আলতুলী, চরবাগডাঙ্গা) নরেন্দ্রপুর দাখিল মাদ্রাসা কেন্দ্রে মইনুদ্দীন মন্ডল ১৩, আব্দুল ওয়াহেদ ১৮, খুরশিদ আলম বাচ্চু ০, জিয়াউর রহমান তোতা ৮, আলাউদ্দীন টিপু ০ ভোট পেয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৯-১২-১৬