ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে সিভিল সার্জন অফিস সম্মেলন কক্ষে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে বুধবার গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় জানানো হয়, আগামী ১০ ডিসেম্বর ৬মাস থেকে ১১ মাস বয়সী ২৪,২২১ টি শিশুকে ১ লক্ষ ইউনিটের একটি করে নীল রং এর ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ৮৯ হাজার ৪৪০ টি শিশুকে ২ লক্ষ ইউনিটের একটি করে লাল রং এর ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
ক্যাম্পেইন সফল করতে ইতোমধ্যে কেন্দ্র প্রস্তুত ও স্বেচ্ছাসেবী নিয়োগ সম্পন্ন হয়েছে বলে মতবিনিময় সভায় জানানো হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৭-১২-১৬