১৫ কেন্দ্রে শুন্যভোট ❀ ১২টিতে টিপু, ৭টিতে তোতা এবং ৫ টিতে বাচ্চু
চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে রেকর্ড পরিমাণ প্রার্থী কেন্দ্র ভিত্তিক শুন্যভোট পেয়েছেন। চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী ৫ প্রার্থীর মধ্যে তিন প্রার্থী সব কেন্দ্রেই ভোট পাননি। এ তিনজন হচ্ছেন, জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি আলাউদ্দীন টিপু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিয়াউর রহমান তোতা ও গোমস্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খুরশিদ আলম বাচ্চু।
রির্টানিং অফিসার ঘোষিত কেন্দ্রভিত্তিক বেসরকারি ফলাফল অনুযায়ী জেলার মোট ১৫ টি কেন্দ্রের মধ্যে আলাউদ্দীন টিপু ১২টি কেন্দ্রে কোন ভোট পাননি। শুন্যভোট পাওয়ার দ্বিতীয় তালিকায় রয়েছেন, জিয়াউর রহমান তোতা। তিনি ৭টি কেন্দ্রে শুন্যভোট পেয়েছেন। তৃতীয় নম্বরে রয়েছেন খুরশিদ আলম বাচ্চু। তিনি ৫টি কেন্দ্রে কোন ভোট পাননি।
এদিকে, খুরশিদ আলম বাচ্চু তার প্রাপ্ত ৬১ ভোটের মধ্যে ৭ নম্বর ওয়ার্ডে (শাহবাজপুর, বিনোদপুর, শ্যামপুর, মোবারকপুর) বাজিতপুর কেন্দ্রে সবচেয়ে বেশি ১১টি ভোট পেয়েছেন। জিয়াউর রহমান তোতা তার প্রাপ্ত ৩২ ভোটের মধ্যে ১৪ নম্বর ওয়ার্ডে (ইসলামপুর, দেবীনগর, চরঅনুপনগর) দেবীনগর কেন্দ্রে সবচেয়ে বেশি ৯টি ভোট পেয়েছেন। আলাউদ্দীন টিপু’র বাড়ি শিবগঞ্জের মর্দানা হলেও তিনি ৬ নম্বর ওয়ার্ডে (নাচোল, নেজামপুর, নাচোল পৌরসভা) নাচোল স্কুল কেন্দ্রে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন ২টি। তিনি সর্বমোট ভোট পেয়েছেন ৪টি।
অন্যদিকে, সাধারণ কাউন্সিলর প্রার্থীদের মধ্যে ১ নম্বর ওয়ার্ডে ( ভোলাহাট, গোয়ালবাড়ি, দলদলী) বাবুল আক্তার কোন ভোট পাননি। ৬ নম্বর ওয়ার্ডে (নাচোল, নেজামপুর, নাচোল পৌরসভা) কামাল উদ্দীন কোনই ভোট পাননি। একইভাবে ৯ নম্বর ওয়ার্ডে ( মনকষা, দুর্লভপুর, পাকা) ইত্তেহাদ তৌহিদুল ইদ্রিশী শুন্যভোট পেয়েছেন। ১২ নম্বর ওয়ার্ডে (চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা, বালিয়াডাঙ্গা, গোবরাতলা, ঝিলিম) তাজিবুর রহমান, ১৫ নম্বর ওয়ার্ডে (চরবাগডাঙ্গা, শাহজাহানপুর, আলাতুলি) তসিকুল ইসলাম কোন ভোট পাননি। একই ওয়ার্ডে হযরত আলীও কোন ভোট পাননি।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৮-১২-১৬
রির্টানিং অফিসার ঘোষিত কেন্দ্রভিত্তিক বেসরকারি ফলাফল অনুযায়ী জেলার মোট ১৫ টি কেন্দ্রের মধ্যে আলাউদ্দীন টিপু ১২টি কেন্দ্রে কোন ভোট পাননি। শুন্যভোট পাওয়ার দ্বিতীয় তালিকায় রয়েছেন, জিয়াউর রহমান তোতা। তিনি ৭টি কেন্দ্রে শুন্যভোট পেয়েছেন। তৃতীয় নম্বরে রয়েছেন খুরশিদ আলম বাচ্চু। তিনি ৫টি কেন্দ্রে কোন ভোট পাননি।
এদিকে, খুরশিদ আলম বাচ্চু তার প্রাপ্ত ৬১ ভোটের মধ্যে ৭ নম্বর ওয়ার্ডে (শাহবাজপুর, বিনোদপুর, শ্যামপুর, মোবারকপুর) বাজিতপুর কেন্দ্রে সবচেয়ে বেশি ১১টি ভোট পেয়েছেন। জিয়াউর রহমান তোতা তার প্রাপ্ত ৩২ ভোটের মধ্যে ১৪ নম্বর ওয়ার্ডে (ইসলামপুর, দেবীনগর, চরঅনুপনগর) দেবীনগর কেন্দ্রে সবচেয়ে বেশি ৯টি ভোট পেয়েছেন। আলাউদ্দীন টিপু’র বাড়ি শিবগঞ্জের মর্দানা হলেও তিনি ৬ নম্বর ওয়ার্ডে (নাচোল, নেজামপুর, নাচোল পৌরসভা) নাচোল স্কুল কেন্দ্রে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন ২টি। তিনি সর্বমোট ভোট পেয়েছেন ৪টি।
অন্যদিকে, সাধারণ কাউন্সিলর প্রার্থীদের মধ্যে ১ নম্বর ওয়ার্ডে ( ভোলাহাট, গোয়ালবাড়ি, দলদলী) বাবুল আক্তার কোন ভোট পাননি। ৬ নম্বর ওয়ার্ডে (নাচোল, নেজামপুর, নাচোল পৌরসভা) কামাল উদ্দীন কোনই ভোট পাননি। একইভাবে ৯ নম্বর ওয়ার্ডে ( মনকষা, দুর্লভপুর, পাকা) ইত্তেহাদ তৌহিদুল ইদ্রিশী শুন্যভোট পেয়েছেন। ১২ নম্বর ওয়ার্ডে (চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা, বালিয়াডাঙ্গা, গোবরাতলা, ঝিলিম) তাজিবুর রহমান, ১৫ নম্বর ওয়ার্ডে (চরবাগডাঙ্গা, শাহজাহানপুর, আলাতুলি) তসিকুল ইসলাম কোন ভোট পাননি। একই ওয়ার্ডে হযরত আলীও কোন ভোট পাননি।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৮-১২-১৬