জেলা পরিষদ নির্বাচনে সাধারণ সদস্য ও সংরক্ষিত আসনের সদস্য পদে জিতলেন যারা

চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ সাধারণ নির্বাচনে বুধবার ভোটার দের ভেটে ৫ জন সংরক্ষিত আসনের মহিলা সদস্য  ও ১৫ সাধারণ সদস্য বেসরকারিভাবে নিবাচিত হয়েছেন। এর আগে একজন সাধারণ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সদস্য হিসেবে যারা নির্বাচিত হলেন।
সাধারণ সদস্য ১ নম্বর ওয়ার্ড ( ভোলাহাট, গোয়ালবাড়ি, দলদলী) পিয়ার জাহান ৩৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।  প্রতিদ্বন্দ্বি সাইফুল ইসলাম পেয়েছেন আহম্মেদ পেয়েছেন ৪ ভোট ও বাবুল আক্তার ০ ভোট। সাধারণ সদস্য ২ নম্বর ওয়ার্ড ( জামবাড়িয়া, চৌডালা, দায়পুকুরিয়া) ফজলুর রহমান ৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বি কুল্লুর রহমান পেয়েছেন ৫ ভোট ও ইসমাইল হোসেন পেয়েছেন ১২ ভোট। সাধারণ সদস্য ৩ নম্বর ওয়ার্ড ( বাঙ্গাবাড়ি, আলীনগর, বোয়ালিয়া) আল মামুন অর রশিদ ২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বি জিল্লুর রহমান পেয়েছেন ১৪ ভোট। সাধারণ সদস্য ৪ নম্বর ওয়ার্ড (রহনপুর পৌরসভা, রহনপুর ইউ, পার্বতীপুর, রাধানগর) কবির আহম্মদ খান ২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বি শহীদুজ্জামান আনসারী পেয়েছেন ৪ ভোট, আশরাফুল হক ৯ ভোট ও মুনসুর আলী পেয়েছেন ১২ ভোট। সাধারণ সদস্য ৫ নম্বর ওয়ার্ড ( ফতেপুর, কসবা, গোমস্তাপুর) আব্দুল খালেক ২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বি আব্দুল হক পেয়েছেন ১৩ ভোট। সাধারণ সদস্য ৬ নম্বর ওয়ার্ড (নাচোল পৌরসভা, নাচোল ইউ, নেজামপুর) রয়েল বিশ্বাস ২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বি তরিকুল আলম পেয়েছেন ১২ ভোট, আনারুল ইসলাম পেয়েছেন ৯ ভোট ও পেয়েছেন ০ ভোট। সাধারণ সদস্য ৭ নম্বর ওয়ার্ড (শাহবাজপুর, বিনোদপুর, শ্যামপুর, মোবারকপুর) হারুন অর রশিদ ২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বি আবু সাঈম পেয়েছেন ৪ ভোট ও আব্দুল মান্নান পেয়েছেন ২২ ভোট। সাধারণ সদস্য ৮ নম্বর ওয়ার্ড ( শিবগঞ্জ পৌরসভা, কানসাট, ধাইনগর, চককীর্তি) সারোয়ার-য়ে-আলম ২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বি গোলাম কিবরিয়া পেয়েছেন ৫ ভোট, আনোয়ার হাসান ১২ ভোট ও হারুনুর রশিদ পেয়েছেন ১৬ ভোট। সাধারণ সদস্য ৯ নম্বর ওয়ার্ড (মনাকষা, দুর্লভপুর, পাকা) কামাল উদ্দীন ২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বি সিরাজ দৌলা পেয়েছেন ১৬ ভোট ও ইত্তেহার তৌহিদুল ইদ্রীশি পেয়েছেন ০ ভোট। সাধারণ সদস্য ১০ নম্বর ওয়ার্ড (উজিরপুর, ছত্রাজিতপুর, নয়ালাভাঙ্গা) মোস্তাকুল ইসলাম ৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বি সোহেল রানা পেয়েছেন ২ ভোট। সাধারণ সদস্য ১২ নম্বর ওয়ার্ড (চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা, বালিয়াডাঙ্গা, ঝিলিম, গোবরাতলা) আব্দুল হাকিম ৩৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বি গোলাম শাহনেওয়াজ অপু পেয়েছেন ৬ ভোট, আব্দুল্লাহ আল মামুন জজ পেয়েছেন ৫ ভোট, আরাফুল আজিজি পেয়েছেন ১২ ভোট ও তাজিবুর রহমান পেয়েছেন ০ ভোট। সাধারণ সদস্য ১৩ নম্বর ওয়ার্ড ( সুন্দরপুর, ঘোড়াপাখিয়া, নারায়ণপুর) সাদরুজ্জামান ২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বি সেলিম রেজা পেয়েছেন ১১ ভোট, আব্দুল মান্নান পেয়েছেন ৭ ভোট। সাধারণ সদস্য ১৪ নম্বর ওয়ার্ড ( ইসলামপুর, দেবীনগর, চরঅনুপনগর) আশারাফুল হক ২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বি দানেস আলী পেয়েছেন ৮ ভোট, শাহান শাহ আকবর পেয়েছেন ৮ ভোট।  সাধারণ সদস্য ১৫ নম্বর ওয়ার্ড (আলাতুলি, শাহজাহানপুর, চরবাগডাঙ্গা) রফিকুল ইসলাম ২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বি আব্দুল মতিন পেয়েছেন ১৫ ভোট, তসিকুল ইসলাম ও হযরত আলী পেয়েছেন ০ ভোট।
উল্লেখ্য, এর আগে ১১ নম্বর ওয়ার্ডে  সাধারণ সদস্য আবুল বাশার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
সংরক্ষিত ১ নম্বর ওয়ার্ড, হোসনে আরা (৬৪ ভোট), সংরক্ষিত ২ নম্বর ওয়ার্ড, হালিমা খাতুন (৮৩ ভোট), সংরক্ষিত ৩ নম্বর ওয়ার্ড, শাহিদা খাতুন (৭৪ ভোট), সংরক্ষিত ৪ নম্বর ওয়ার্ড, সান্তনা হক (৬৪ ভোট), সংরক্ষিত ৫ নম্বর ওয়ার্ড, কাজলেমা বেগম (৬০ ভোট)।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৮-১২-১৬