ভোলাহাটে চুয়ানী সেবনের দায়ে ১জনের সাজা

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শারমিন ইয়াসমিন রোববার একজনকে দেশী তৈরী মদ (চুয়ানী) পানের দায়ে ৩ মাসের বিনাশ্রম সাজা প্রদান করেছে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ভোলাহাট থানার এসআই মামুনের নেতৃত্বে পুলিশ ফোর্স নিয়ে রোববার বিকেল সাড়ে ৪টায় উপজেলার ২নং গোহালবাড়ী ইউনিয়নে অভিযান চালিয়ে আলীসাহাসপুর গ্রামের বুদ্ধু আলীর ছেলে হযরত আলী (৩০) কে দেশী তৈরী মদ (চুয়ানী) ১০ লিটারসহ সেবন অবস্থায় মুন্সিগঞ্জহাট হতে হাতেনাতে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শারমিন ইয়াসমিন সরজমিন পরিদর্শন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটককৃত আসামীকে বিনাশ্রম ৬ মাসের সাজা প্রদাণ করে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৮-১২-১৬

,