শিবগঞ্জে নৌকা ডুবির ঘটনায় দুই পরিবারকে চেক প্রদান
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদীতে নৌকা ডুবির ঘটনায় দুই পরিবারকে চেক প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে চেক বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম। এসময় ছত্রাজিতপুর ইউনিয়নের রশিকনগর গ্রামের নিহত রিংকুর মায়ের হাতে ও নিহত নাঈমের পিতার হাতে ১০ হাজার টাকা করে ২০ হাজার টাকার চেক প্রদান করা হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী আসলাম হোসেন, ছত্রাজিতপুর ইউপি চেয়ারম্যান শামশুল হক প্রমূখ। উল্লেখ্য, চলতি বছরের ১৩ অক্টোবর উপজেলার চরঘোড়াপাখিয়া এলাকার পদ্মা নদীতে নৌকা ডুবিতে রিংকু ও নাঈম মারা হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ২১-১২-১৬
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ২১-১২-১৬