ভোলাহাটে ‘আমাদের গল্প মুক্তিযুদ্ধের গল্প’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
ভোলাহাটে ‘আমাদের গল্প মুক্তিযুদ্ধের গল্প’ শীর্ষক ব্যতিক্রমধর্মী আলোচনা সভা শনিবার বেলা ১১টায় ভোলাহাট সমুন্নত স্মৃতিসৌধ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। বেসরকারি সংগঠন আম্রকানন ভোলাহাট-এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সভাপতি তারেক রহমান হৃদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শারমিন ইয়াসমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইঞ্জিনিয়ার আলহাজ্ব আমিনুল হক। অনুষ্ঠানে অন্যন্যের মাঝে উপস্থিত ছিলেন, সদর ইউপি চেয়ারম্যান ইয়াজদানী জর্জ, উপজেলা যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান সরদার।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের গল্প বলেন, মুক্তিযোদ্ধা আরজেত আলী, সিরাজুল ইসলাম, একরাম হোসেন, আফসার আলী।
আলোচকরা আগামী প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধকে শুধমাত্র পাঠ্য বইয়ে সীমাবদ্ধ না রেখে বছরের বিশেষ দিনগুলিতে বিষেশ আয়োজনের মধ্যে উপস্থাপনের আহবান জানান।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, ভোলাহাট/ ১৭-১২-১৬
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের গল্প বলেন, মুক্তিযোদ্ধা আরজেত আলী, সিরাজুল ইসলাম, একরাম হোসেন, আফসার আলী।
আলোচকরা আগামী প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধকে শুধমাত্র পাঠ্য বইয়ে সীমাবদ্ধ না রেখে বছরের বিশেষ দিনগুলিতে বিষেশ আয়োজনের মধ্যে উপস্থাপনের আহবান জানান।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, ভোলাহাট/ ১৭-১২-১৬