পুলিশে কর্মরত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশে কর্মরত ও অবসরপ্রাপ্ত পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়েছে। মহান বিজয় দিবস উপলক্ষে শনিবার বিকেলে জেলা পুলিশ প্রশাসন এই সংবর্ধনার আয়োজন করে।
চাঁপাইনবাবগঞ্জ পুলিশ লাইনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সেরাজুল হক, ডেপুটি কমান্ডার তরিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসেন, আলাউদ্দিন, ইদ্রিস আলী, আবুল হোসেন, আবদুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মাজহারুল ইসলাম প্রমুখ।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৭-১২-১৬