নাচোলে জাতীয় পার্টির মতবিনিময় সভা

আগামী ১ জানুয়ারী ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় পার্টির মহাসমাবেশকে ঘিরে নাচোলে মতবিনিময় সভা করেছে জাতীয় পার্টি। বৃহস্পতিবার নাচোল বাসস্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত এ প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা জাতীয় পার্টির সভাপতি এ্যাড. নজরুল ইসলাম সোনা।  এ সময় তিনি জাতীয় পার্টিকে আরো গতিশীল করতে নেতাকর্মীদের দিক নির্দেশনা দেন।
নাচোল উপজেলা জাতীয় পার্টির সভাপতি ফজলুর রহমানের সভাপতিত্বে মতবিনিময়ে বিশেষ অতিথি ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শাহজাহান আলী। মতবিনিময় সভায় আরো বক্তব্য দেন নাচোল উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আসগর আলী। মতবিনিময়ে নাচোল ছাড়াও ভোলাহাট ও গোমস্তাপুর উপজেলার জাতীয় পার্টির নেতাকর্মীরা অংশ নেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২২-১২-১৬

,