জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত প্রতিযোগীদের সংবর্ধণা

চাঁপাইনবাবগঞ্জ বুদ্ধি প্রতিবন্ধী (অটিষ্টিক) বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরন ও জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত প্রতিযোগীদের সংবর্ধনা দেওয়া হয়।
সুইড বাংলাদেশ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে সোমবার কালেক্টরেট পৌর পার্কে এই সংবর্ধনা দেওয়া হয়।
 বিকালে সুইড বাংলাদেশ চাঁপাইনবাবগঞ্জ শাখার নির্বাহী কমিটির সভাপতি ও শাহনেয়ামতুল্লাহ কলেজের অধ্যক্ষ আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে, প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসকের পতœী ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব নুরুন আখতার। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক তৌহিদুল ইসলাম, বিদ্যালয়ের অধ্যক্ষ হান্নান হোসেন, গ্রীনভিউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোখসানা আহমেদ প্রমূখ। প্রধান অতিথি তাঁর বক্তব্যে সকলের প্রতি অটিষ্টিক শিশুদের প্রতি মনযোগী হবার আহবান জানান। তিনি এ ব্যাপারে তাঁদের শিক্ষাদানের প্রতিও গুরুত্ব আরোপ করেন। পরে, পুরস্কার বিতরনী অনুষ্ঠানে জাতীয় পর্যায়ে প্রতিযোগীতায় পুরস্কারপ্রাপ্ত চাঁপাইনবাবগঞ্জ সুইড বিদ্যালয়ের ২ জন শিশুসহ বার্ষিক প্রতিযোগীতায় বিজয়ী শিশুদের পুরস্কার তুলে দেন অতিথিরা। জাতীয় পর্যায়ে (ঘ-গ্রুপ ১৬ বছর) প্রতিযোগীতায় সঙ্গীত ও আবৃত্তি ইভেন্টে ১ম স্থান অধিকার করেন সেলিম রেজা ও (খ-গ্রুপ ১২ বছর) একই ইভেন্টে ১ম স্থান অধিকার করেন নিলয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১২-১২-১৬