দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন বেগবান করার লক্ষ্যে সনাকের মতবিনিময় সভা
সচেতন নাগরিক কমিটি (সনাক) চাঁপাইনবাবগঞ্জের উদ্যোগে সোমবার দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন বেগবান করার লক্ষ্যে বেসরকারী সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বিকালে সচেতন নাগরিক কমিটি সনাকের কর্য়ালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সনাক সভাপতি সেলিনা বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন সনাকের গোলাম ফারুক, গৌরী চন্দ সিতু, রাইহানুল ইসলাম, বেসরকারি উন্নয়ন সংস্থা স্টার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নাজির হোসেন, সুর্যের হাসি ক্লিনিকের নাজিম উদ্দিন, প্রিপ ট্রাস্ট এর আয়শা সিদ্দিকা, ইড্স এর মোজাম্মেল হক, সমতা নারী উন্নয়ন সংস্থার আফসানা খাতুন, জিবাস এর সুজন আলী, এসেডোর মোক্তার হোসেন, ইএসডিও এর আব্দুল গফুর প্রমুখ।
সভায় আগামী তথ্যমেলায় অংশগ্রহণ সম্পর্কিত ও তথ্য অধিকার আইন-২০০৯ অনুয়ায়ী স্ব-স্ব প্রতিষ্ঠানে তথ্য কর্মকর্তা/দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সংক্রান্ত নিয়োগ বিষয়ে আলোচনা করা হয়। বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ তাদের প্রতিষ্ঠানের পক্ষে আগামী তথ্যমেলায় অংশগ্রহণ এবং নিজ নিজ প্রতিষ্ঠানে তথ্য কর্মকর্তা/দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগ দেয়ার বিষয়ে একমত পোষন করেন। তাঁরা দুর্নীতিবিরোধী সকল ধরনের কাজে সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সনাক সদস্য সাইফুল ইসলাম।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১২-১২-১৬
বিকালে সচেতন নাগরিক কমিটি সনাকের কর্য়ালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সনাক সভাপতি সেলিনা বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন সনাকের গোলাম ফারুক, গৌরী চন্দ সিতু, রাইহানুল ইসলাম, বেসরকারি উন্নয়ন সংস্থা স্টার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নাজির হোসেন, সুর্যের হাসি ক্লিনিকের নাজিম উদ্দিন, প্রিপ ট্রাস্ট এর আয়শা সিদ্দিকা, ইড্স এর মোজাম্মেল হক, সমতা নারী উন্নয়ন সংস্থার আফসানা খাতুন, জিবাস এর সুজন আলী, এসেডোর মোক্তার হোসেন, ইএসডিও এর আব্দুল গফুর প্রমুখ।
সভায় আগামী তথ্যমেলায় অংশগ্রহণ সম্পর্কিত ও তথ্য অধিকার আইন-২০০৯ অনুয়ায়ী স্ব-স্ব প্রতিষ্ঠানে তথ্য কর্মকর্তা/দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সংক্রান্ত নিয়োগ বিষয়ে আলোচনা করা হয়। বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ তাদের প্রতিষ্ঠানের পক্ষে আগামী তথ্যমেলায় অংশগ্রহণ এবং নিজ নিজ প্রতিষ্ঠানে তথ্য কর্মকর্তা/দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগ দেয়ার বিষয়ে একমত পোষন করেন। তাঁরা দুর্নীতিবিরোধী সকল ধরনের কাজে সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সনাক সদস্য সাইফুল ইসলাম।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১২-১২-১৬