২য় বিভাগ ফুটবল লীগে উত্তরণ ক্রীড়া চক্রের জয়
চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল এসোসিয়েন এর যৌথ ব্যবস্থাপনায় চাঁপাইনবাবগঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত ২য় বিভাগ ফুটবল লীগ প্রতিযোগিতার বুধবারের খেলায় জয় পেয়েছে নামোশংকরবাটী উত্তরণ ক্রীড়া চক্র। তারা ৫-০ গোলে চাঁপাইনবাবগঞ্জ মুক্তমহাদল কে পরাজিত করে । বিজয়ী দলের পক্ষে রায়হান ও আলো ২টি করে এবং রিপন ১টি গোল করে। খেলা পরিচালনা করে কামাল। তাকে সহযোগিতা করে কুসুম ও জনি। ৪র্থ রেফারী মতিন। আগামীকালের খেলায় অংশগ্রহণ করবে জেলা ফুটবল একাডেমী ও যুব শান্তি সংঘ।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ২১-১২-১৬
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ২১-১২-১৬