শিবগঞ্জের রাস্তার কাজের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের সাড়ে ছয় কিলোমিটার রাস্তার কাজের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন করা হয়েছে।
বুধবার বিকালে এলজিইডি’র বাস্তবায়নের এসব উন্নয়ন কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য গোলাম রাব্বানী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম, পৌর মেয়র কারিবুল হক রাজিন, উপজেলা প্রকৌশলী মকবুল হোসেন, কানসাট ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বেনাউল ইসলাম, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম জুম্মা।
উল্লেখ্য, দুই কোটি সত্তর লক্ষ টাকা ব্যয়ে কানসাট ইউনিয়নের আব্বাস বাজার দঘা বাজার হতে পোড়াগঞ্জ পুকুর বিসি সড়কের দেড় কিলোমিটার, বহলাবাড়ি তোফিক মাষ্টারের বাড়ি হতে কালিতলা সড়ক এক কিলোমিটার ও হরিপুর মহিলা বাজার হতে পুঠিমারী বিল সোয়া চার কিলোমিটার সড়কের ভিত্তি স্থাপনের উদ্বোধন করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক,শিবগঞ্জ/ ২১-১২-১৬

,