পৌরসভার ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার পৌরবাসীদের নিয়ে মতবিনিময় সভা ও বিক্ষোভ মিছিল করেছে ট্যাক্স বৃদ্ধি প্রতিরোধ কমিটি।
বিকালে শহরের ফুড অফিস মোড়ে অযৌক্তিক ট্যাক্স বৃদ্ধি প্রতিরোধ কমিটির ব্যানারে পৌরবাসীদের নিয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
‘অযৌক্তিক পৌর ট্যাক্স বৃদ্ধি প্রতিরোধ কমিটি’র আহবায়ক সৈয়দ হোসেন আহমেদ বাদশার সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রতিরোধ কমিটি’র সদস্য এ্যাড. শাহনেওয়াজ খান পান্না, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. মিজানুর রহমান, শামসুল হক গানু হাজি, জেলা জাসদের সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মুনির, জেলা আওয়ামী লীগের যূগ্ম সাধারণ সম্পাদক এ্যাাড. রবিউল ইসলাম, জাসদ নেতা বাবর আলীসহ প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ।
সভায় পৌরসভার নির্ধারণ করা ট্যাক্সকে অযৌক্তিক উলে¬খ করে তা প্রত্যাহারের দাবি জানান এবং প্রতিরোধ কমিটি আগামী ২০ ডিসেম্বর মঙ্গলবার বিক্ষোভ মিছিলসহ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়রকে স্মারকলিপি প্রদানের কর্মসূচী ঘোষণা করেন।
পরে মতবিনিময় শেষ ফুড অফিস মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শহর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৫-১২-১৬
বিকালে শহরের ফুড অফিস মোড়ে অযৌক্তিক ট্যাক্স বৃদ্ধি প্রতিরোধ কমিটির ব্যানারে পৌরবাসীদের নিয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
‘অযৌক্তিক পৌর ট্যাক্স বৃদ্ধি প্রতিরোধ কমিটি’র আহবায়ক সৈয়দ হোসেন আহমেদ বাদশার সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রতিরোধ কমিটি’র সদস্য এ্যাড. শাহনেওয়াজ খান পান্না, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. মিজানুর রহমান, শামসুল হক গানু হাজি, জেলা জাসদের সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মুনির, জেলা আওয়ামী লীগের যূগ্ম সাধারণ সম্পাদক এ্যাাড. রবিউল ইসলাম, জাসদ নেতা বাবর আলীসহ প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ।
সভায় পৌরসভার নির্ধারণ করা ট্যাক্সকে অযৌক্তিক উলে¬খ করে তা প্রত্যাহারের দাবি জানান এবং প্রতিরোধ কমিটি আগামী ২০ ডিসেম্বর মঙ্গলবার বিক্ষোভ মিছিলসহ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়রকে স্মারকলিপি প্রদানের কর্মসূচী ঘোষণা করেন।
পরে মতবিনিময় শেষ ফুড অফিস মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শহর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৫-১২-১৬