গোমস্তাপুরের দু’ ভাইয়ের দ্বন্দ্বের জেরে পুলিশী অভিযানে ককটেলসহ ৪ জন আটক
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার গোমস্তাপুরের প্রভাবশালী দু’ ভাই হুমায়ন চেয়ারম্যান ও জামাল চেয়ারম্যানের দ্বন্দ্বের জেরকে ঘিরে শুক্রবার পুলিশী অভিযানে ৪ জন আটক হয়েছে। অভিযানে দু’পক্ষের কাছ থেকে ৮টি ককটেল উদ্ধার করা হয়েছে। তবে হুমায়ন চেয়ারম্যান পক্ষ দাবি করেছে তাদের পক্ষের একজনকে পুলিশ থানায় আটক করেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার বিকালে নয়াদিয়াড়ি গ্রামে সাবেক চেয়ারম্যান হুমায়ন রেজার বাড়ি ও তুরফান আলীর বাড়ির পাশে অভিযান চালিয়ে ৮ ককটেলসহ তাদের আটক করা হয়।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহীন কামাল বলেন ‘ দু’ ভাইয়ের দ্বন্দ্বের জের ধরেই ওই অভিযান পরিচালানা করা হয়েছে’।
উল্লেখ্য যে দীর্ঘদিন থেকে তাদের পারিবারিক বিরোধ চলে আসছে এরই জের ধরে গত রবিবার আয়েশ মন্ডলে ছেলে কালাম মারা যায় এবং গুলজার গুরুতর আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজে ভর্তি হয়ে আছে।
এ রির্পোট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ৩০-১২-১৬
পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার বিকালে নয়াদিয়াড়ি গ্রামে সাবেক চেয়ারম্যান হুমায়ন রেজার বাড়ি ও তুরফান আলীর বাড়ির পাশে অভিযান চালিয়ে ৮ ককটেলসহ তাদের আটক করা হয়।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহীন কামাল বলেন ‘ দু’ ভাইয়ের দ্বন্দ্বের জের ধরেই ওই অভিযান পরিচালানা করা হয়েছে’।
উল্লেখ্য যে দীর্ঘদিন থেকে তাদের পারিবারিক বিরোধ চলে আসছে এরই জের ধরে গত রবিবার আয়েশ মন্ডলে ছেলে কালাম মারা যায় এবং গুলজার গুরুতর আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজে ভর্তি হয়ে আছে।
এ রির্পোট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ৩০-১২-১৬