শিবগঞ্জ ডায়বেটিকস সমিতির সাধারণ সভা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ডায়বেটিকস সমিতির সাধারন সভা রোববার অনুষ্ঠিত হয়েছে। বিকালে ডায়বেটিকস সমিতির আয়োজনে শিবগঞ্জ ডায়বেটিক সমিতি চত্বরে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন সমাজ কল্যান বিভাগের সচিব জিল্লার রহমান। সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাহমুদুল হাসান।
সভায় বক্তরা বলেন, ২০১২ সালে প্রতিষ্ঠিত শিবগঞ্জ ডায়বেটিকস সমিতি হাঁটি হাঁটি পা করে যাত্রা শুরু করে আজ অনেকদূর অগ্রসর হয়েছে। খুব শীঘ্রই বহুতল ভবন নির্মানের আশ্বাস দিয়ে বলেন, এ সমিতির অধীনেই দাঁত ও চক্ষু রোগের চিকিৎসার যৌথ বিভাগ চালু করা হবে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ১৮-১২-১৬

,