ট্রাক ধর্মঘট প্রত্যাহারে স্বস্তি সোনামসজিদ স্থল বন্দরের ব্যবসায়ীদের

প্রশাসনের সঙ্গে ফলপ্রসু আলোচনার প্রেক্ষিতে উল্টরাঞ্চলে শুরু ট্রাক ও ট্যাংক লরি ধর্মঘট দ্বিতীয় দিনের মাথায় প্রত্যহার করা হয়েছে। ধর্মঘট প্রত্যাহার হওয়ায় চাঁপাইনবাবগঞ্জে স্বাভাবিক হয়েছে ট্রাক চলাচল। পাশাপাশি স্বস্তি এসেছে দেশের দ্বিতীয় স্থল বন্দর সোনামসজিদ স্থল বন্দরের ব্যবসায়ীদের মাঝে।
সূত্র জানিয়েছে, পুলিশী নির্যাতনসহ কয়েকটি অভিযোগে ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘটের কারণে চাঁপাইনবাবগঞ্জ থেকে বন্ধ হয়ে যায় পণ্য পরিবহন। বৃহস্পতিবার রাতে সোনামসজিদ স্থলবন্দর থেকে প্রায় ৫০টি পণ্যবাহী ট্রাক ছেড়ে গেলেও শুক্রবার সেখানে আটকে পড়ে দেড় শতাধিক ট্রাক। এসব ট্রাকের সিংহভাগ পণ্য ছিল পেঁয়াজসহ কাচামাল। বন্দরের ব্যবসায়ীরা জানিয়েছে, শীতকাল হওয়ায় ওইসব পণ্য পচন নিয়ে বড় ধরণের শংকা ছিলনা। তবে, ধর্মঘট দীর্ঘ হলে বিপাকে পড়তেন তারা। ব্যবসায়ীরা বলছেন, ধর্মঘট প্রত্যাহার হওয়ায় স্বস্তি ফিরে এসেছে তাদের মাঝে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/০২-১২-১৬