টাউন হাই স্কুলের প্রাক্তন শিক্ষক জালাল উদ্দীন মারা গেছেন

চাঁপাইনবাবগঞ্জ শহরের নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয় (টাউন হাই স্কুল) এর প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক জালাল উদ্দীন শাহ মারা গেছেন। বৃহস্পতিবার রাত ১১ টার দিকে তিনি রাজশাহীর একটি ক্লিনিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মুত্যুকালে তাঁর বয়স হয়েছিল (৭১) বছর। তিনি তিন ছেলে ও ১ মেয়েসহ অসংখ্যগুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার দুপুর ২টায় চাঁপাইনবাবগঞ্জ শহরের ফকিরপাড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে নামাজে জানাজা শেষে মিস্ত্রিপাড়া গোরস্থানে তাঁকে দাফন করা হয়।
প্রয়াত শিক্ষক জালাল উদ্দীন শাহ শিক্ষকতার পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি শহরের টাউন জামের মসজিদেও সেক্রেটারী ছিলেন।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৮-১১-১৬

,