সাম্প্রদায়িক সম্পীতি রক্ষায় মত বিনিময় সভা
চাঁপাইনবাবগঞ্জে সাম্প্রদায়িক সম্পীতি রক্ষায় রোববার মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে শহরের শিবতলা কর্মকারপাড়া দূর্গা মন্দির প্রাঙ্গণে এই সভার আয়োজন করা হয়।
সদর উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি সহকারী অধ্যাপক কনক রঞ্জন দাসের সভাপতিত্বে মত বিনিময় সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মোজাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট এরশাদ হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার ওয়ারেছ আলী। জেলা পুজা উদযাপন কমিটির সভাপতি বাবুল কুমার ঘোষ, সাধারণ সম্পাদক প্রণব কুমার পাল, হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের জেলা সভাপতি মনোরঞ্জন সরকার, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাযহারুল ইসলাম প্রমূখ।
সভায় পুলিশ সুপার মোজাহিদুল ইসলাম বলেন, গোবিন্দগঞ্জ বা নাসিরনগরের মত বিছিন্ন ঘটনা এদশের মানুষদের সামপ্রদায়িক সম্প্রীতি বিন্ষ্ট করতে পারবেনা বলে আশা প্রকাশ করেন। সনাতন ধর্মাবলম্বীদের অভয় দিয়ে তিনি বলেন,গুটিকয়েক সম্প্রীতি বিনষ্টকারীদের প্রতি নজর রাখা হচ্ছে। তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। অনুষ্ঠানে কয়েকশত সনাতন ধর্মাবলম্বী নারী পুরুষ উপস্থিত ছিলেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২০-১১-১৬
সদর উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি সহকারী অধ্যাপক কনক রঞ্জন দাসের সভাপতিত্বে মত বিনিময় সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মোজাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট এরশাদ হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার ওয়ারেছ আলী। জেলা পুজা উদযাপন কমিটির সভাপতি বাবুল কুমার ঘোষ, সাধারণ সম্পাদক প্রণব কুমার পাল, হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের জেলা সভাপতি মনোরঞ্জন সরকার, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাযহারুল ইসলাম প্রমূখ।
সভায় পুলিশ সুপার মোজাহিদুল ইসলাম বলেন, গোবিন্দগঞ্জ বা নাসিরনগরের মত বিছিন্ন ঘটনা এদশের মানুষদের সামপ্রদায়িক সম্প্রীতি বিন্ষ্ট করতে পারবেনা বলে আশা প্রকাশ করেন। সনাতন ধর্মাবলম্বীদের অভয় দিয়ে তিনি বলেন,গুটিকয়েক সম্প্রীতি বিনষ্টকারীদের প্রতি নজর রাখা হচ্ছে। তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। অনুষ্ঠানে কয়েকশত সনাতন ধর্মাবলম্বী নারী পুরুষ উপস্থিত ছিলেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২০-১১-১৬