এবার নাচোলে পৌর কর বৃদ্ধির প্রতিবাদ

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বর্ধিত পৌর কর নিয়ে টানা আন্দোলন চলার পথে এবার নাচোল পৌরসভায় বর্ধিত পৌর কর বাতিলের দাবিতে রাস্তায় নেমেছে নাচোল পৌর নাগরিক কমিটি। মঙ্গলবার তারা পৌর কর বৃদ্ধির প্রতিবাদে প্রতিবাদ সভা করেছে।
নাচোল রেলষ্টেশন মাঠে খাইরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন, নাচোল বন ও পরিবেশ সংরক্ষণ কমিটির সভাপতি আব্দুস সাত্তার, মুন্সি হযরত আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এনামুল হক, ব্যবসায়ী নজরুল ইসলাম।
প্রতিবাদ সভায় বক্তরা অবিলম্বে জনগনের উপর আরোপিত কর প্রত্যাহারের দাবি জানান।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, নাচোল/ ১৫-১১-১৬

,