ইসলামপুর ঘুরে গেলেন ডেনমার্কের রাষ্ট্রদূত মাইকেল হিমানিটি

সমন্বিত খামার ব্যবস্থাপনা কম্পোনেন্ট আই.এফ.এম.সি প্রকল্পের আওতায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের ভবনীপুওে কৃষক মাঠ দিবস অনুষ্ঠানে যোগ দিতে মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জে এসেছিলেন ডেনমার্কের রাষ্ট্রদূত মাইকেল হিমানিটি উইনথার। এ সময় তার সঙ্গে ছিলেন, তার সহধর্মীনি হেমেনিথি।
চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত মাঠ দিবসে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, দূতাবাস কর্মকর্তা হেনরী স্ট্রোথ, পিটার বগস জেনসেন, আন্তর্জাতিক উপদেষ্টা মিঃ কাটরিন প্লেসনের, সিনিয়র উপদেষ্টা ড. আরিফুর রহমান সিদ্দিকী, প্রকল্প পরিচালক ড. ওয়ালী রাজিব হাসান, রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ফজলুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সাজদার রহমান, রাজশাহী কৃষি তথ্য কর্মকর্তা তুষার কুমার সাহা, ইসলামপুর ইউপি চেয়ারম্যান আকতারুজ্জামান টিপুসহ স্থানীয় কৃষকরা। মাঠ দিবসে বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা ড. জাহাঙ্গীর ফিরোজ, স্থানীয় কৃষক ইসমতআরা, নজরুল ইসলাম, স্কুলের সদস্য ইসমোতারা খাতুন।
মাঠ দিবসে কৃষি, খাদ্য, পুষ্টিসহ গরু ছাগল ও হাস মুরগী পালনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
পরে লোক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
কর্মসুচিতে যোগ দিতে এসে রাষ্ট্রদূত কৃষক স্কুলের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৫-১১-১৬