আদিবাসী হত্যার প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাঁওতাল গ্রামে হামলা, অগ্নি সংযোগ, লুন্ঠনসহ হত্যার প্রতিবাদে সোমবার চাঁপাইনবাবগঞ্জে মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মানুষেরা।
বেলা ১১টায় চাঁপাইনবাবগঞ্জ শহরের বঙ্গবন্ধু মুক্ত মঞ্চের সামনে জাতীয় আদিবাসী পরিষদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার ব্যানারে আয়োজিত মানববন্ধন কর্মসুচিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মানুষসহ বিভিন্ন সমাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। এসময় উপস্থিত ছিলেন, জাতীয় আদিবাসী পরিষদ চাঁপাইনবাবগঞ্জ শাখার সভাপতি বিচিত্রা তিরকি, সাধারণ সম্পাদক টুনু পাহান, নাচোল শাখার সভাপতি বিধান চন্দ্র সিং ও সাংগঠনিক সম্পাদক নরেশ হাঁসদা, ইলামিত্র সংসদের সাধারণ সম্পাদক বদন হেমব্রম, বাবুডাইং আদিবাসী বিদ্যালয়ের প্রধান শিক্ষক কানাই চন্দ্র দাস, চাঁপাইনবাবগঞ্জে সিপিবির সভাপতি ইসরাইল সেন্টু, থিয়েটারের সাধারণ সম্পাদক শাহজাহান প্রামাণিক।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৮-১১-১৬