মহানন্দা নদীর গোমস্তাপুর ঘাট থেকে নাচোলের কসবা পর্যন্ত পাইপ লাইন নির্মাণ কাজের উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরস্থ মহানন্দা নদীর ঘাট থেকে নাচোল উপজেলার কসবা ইউনিয়নের চন্দনা খাল পর্যন্ত পাইপ লাইন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
বরেন্দ্র এলাকায় খালে পানি সংরক্ষনের মাধ্যমে সেচ সম্প্রসারণ প্রকল্পের  এই পাইপ লাইন স্থাপন করা হচ্ছে।
সোমবার গোমস্তাপুরের নিমতলা কাঠাঁল মাদ্রাসা এলাকায় সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস আনুষ্ঠানিকভাবে নির্মাণ কাজের উদ্বোধন করেন।
গোমস্তাপুর ইউনিয়নের চেয়ারম্যান জামাল উদ্দিন মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ চাঁপাইনবাবগঞ্জ রিজিয়ন নির্বাহী প্রকৌশলী হারুন-অর-রশিদ, নাচোল সহকারী প্রকৌশলী শাহ মোহাম্মদ মুনজুরুল ইসলাম, গোমস্তাপুর সহকারী প্রকৌশলী জামিলুর রহমান, উপজেলা যুবলীগের আহবায়ক রাশিদুল ইসলাম, সদস্য সেরাজুল ইসলাম টাইগার প্রমূখ।
প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হচ্ছে ৬ কোটি ৭১ লাখ টাকা।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, গোমস্তাপুর/ ২৮-১১-১৬

,