নাচোল ও ভোলাহাটে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষে স্থানীয় আলেম-ওলামাগণদের করণীয় শীর্ষক আলোচনা সভা রোববার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে অনুষ্ঠিত হয়।
ইসলামিক ফাউন্ডেশন ভোলাহাট কর্তৃক আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাদিকুল ইসলাম। এতে উপজেলা নির্বাহী অফিসার শারমিন ইয়াসমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ইফার সাধারণ কেয়ার টেকার শামসুল আলমের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুশরীভূজা বড় জামে মসজিদের ইমাম মাওলানা আহমাদুল্লাহ্, পীরগাছি জামে মসজিদের ইমাম মাওলানা মনিরুল ইসলামসহ অন্যরা।
আলোচনা সভায় বক্তরা জঙ্গি বিরোধী কর্মকান্ডে কুফল জনগনের মাঝে তুলে ধরতে আলেম-ওলামাগণদের প্রতি আহবান জানান।
নাচোলে আলেম ওলামাগনের আলোচনাসভা অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে রবিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ রাশেদ ওয়াসিফ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, থানার অফিসার ইনচার্জ ফাছিরুদ্দীন, ¯া^গত বক্তব্য রাখেন ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার শরিফুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন নাচোল বাজার কেন্দ্রীয় মসজিদের ঈমাম মাও: এনামুল হক।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, ভোলাহাট, নাচোল/ ০৬-১১-১৬

, ,