শিবগঞ্জে অস্ত্র ও গুলিসহ এক জন আটক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের ক্যাপড়াটোলা এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ জাহাঙ্গীর আলম (২৮) নামে একজনকে আটক করেছে র‌্যাব। আটককৃত ব্যক্তি হচ্ছে বিনোদপুর ইউনিয়নের বাখরালী বিশ্বনাথপুর গ্রামের শমসের আলীর ছেলে।
র‌্যাব জানায়, অস্ত্র কেনা বেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকাল সাড়ে ১১টার দিকে রাজশাহীর সিপিএসসি ক্যাম্পের একটি অপারেশন দল স্কোয়াড্রন লীডার কে.বি.এম মোবাশ্বের রহিমের নেতৃতে র‌্যাবের একটি টহলদল বিনোদপুর এলাকার ক্যামড়াটোলায় অভিযান চালিয়ে ১টি পিস্তল, ২টি ম্যাগাজিন ও ৭ রাউন্ড গুলিসহ জাহাঙ্গীরকে হাতেনাতে আটক করা হয়। এব্যাপারে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে র‌্যাব জানায়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক,শিবগঞ্জ/ ০৬-১১-১৬

,